আমদানি শুরু, কমল পেঁয়াজের দাম

Ads

আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কমেছে। গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে হিলি খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

গতকাল শুক্রবার (৪ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে ৮ টাকা। গত বৃহস্পতিবার খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকায়, শুক্রবার বিক্রি করা হয়েছে ৪০ টাকা কেজি দরে।

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, পেঁয়াজ আমদানি শুরু হওয়াতে দাম কমেছে কেজিতে ৮ টাকা। আমরা আমদানিকারকদের কাছ থেকে ৪৬ থেকে ৪৭ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। নিয়মিত পেঁয়াজ আমদানি হতে থাকলে দেশের বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...