শীতে পুকুরে ছোট মাছের জন্য জরুরি কিছু কর্তব্য
শীত আসছে। যাদের পুকুরে মাছ ছোট। এই শীতে বাজারজাত করতে চান না। তাদের জন্য জরুরি কিছু কর্তব্য :
১. সপ্তাহে অন্তত: একদিন পানি পরিবর্তন করুন।
২. এখন থেকে শীতের শেষ পর্যন্ত ভাসমান খাবার দিন। কোনোভাবেই ডুবন্ত খাবার দেবেন না।
৩. ১৫ দিন পর পর প্রতি শতাংশ জলাকারের জন্য ২’শ গ্রাম চুন ও আধা কেজি করে লবণ প্রয়োগ করুন।