টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলের প্রান্তিক চাষিরা ভুট্টা চাষের মাধ্যমে দ্বিগুণ লাভের আশা করছেন । পতিত জমিতে ভুট্টা চাষে ব্যাপক সফলতার পাশাপাশি বাজারে দাম ভালো থাকায় খুশি তারা।
উপজেলার ১২টি ইউনিয়নে কমবেশি ভুট্টার চাষ হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক ভাবে চাষ হচ্ছে ভুট্টার। চলতি বছর ১৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬২০ হেক্টর। গত বছর প্রতি হেক্টর (সাড়ে সাত বিঘা) জমিতে গড়ে ৯-১০ মেট্রিক টন ভুট্টার ফলন হয়েছে।
উপজেলার বেটুয়াজানী গ্রামের শৌখিন কৃষক মো. শফিকুল ইসলাম শফি জানান, তিনি এবার প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন ফলনও বেশ ভালো দেখতে পাচ্ছেন। প্রতি বিঘা জমি থেকে ভুট্টা পাওয়া যাবে ৩৫-৪০ মণ পর্যন্ত। বাজারে প্রতিমণ ভুট্টা ৯৫০ থেকে ১০৫০ টাকা দরে বিক্রয় হয়ে থাকে। গত কয়েক বছরের তুলনায় এবার ভুট্টার বাম্পার ফলন হবে আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল বলেন, এখানকার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী। ভুট্টা চাষে উৎপাদন খরচ কম, ফলন বেশি, বাজার মূল্যও বেশি এবং চাষাবাদে ঝুঁকি তুলনামূলক কম হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগ নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শমূলক সেবা প্রদান করে যাচ্ছে।