কিশোরগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
কিশোরগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় কৃষি বিভাগ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে এমন আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ফলন ভালো হবে। আর এতে লাভবান হবেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ জেলার ১৩ উপজেলার মধ্যে নয়টিতে হাইব্রীড ১৯৮০,উফশী ৭৬৫০০, স্থানীয় ৩০২০সহ জেলায় সর্ব মোট ৮১ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরমধ্যে ৮২ হাজার ৭৫০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এবারে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২৫০ হেক্টর জমিতে অতিরিক্ত আমন ধান চাষ হয়েছে।
সদর উপজেলায় ১০৬৮৫, হোসেনপুরে ৮৩৭৫, পাকুন্দিয়ায় ১০৭৪০, কটিয়াদিতে ১২৮৫০, করিমগঞ্জে ১২৬৫০, তাড়াইলে ৭৪৭৫, বাজিতপুরে ৭০৭০, কুলিয়ারচরে ৬৪৯০, ভৈরবে ২২০৫,অষ্টগ্রামে ৯৫৩, নিকলীতে ১২৪০, মিঠামইনে ৪২০, ইটনায় ৩৪৭ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।
কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে কৃষকরা আমনের বাম্পার ফলন পাবেন বলে আশা করছি।