২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল

প্রচ্ছদ > কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচু ব্যাপক সাড়া ফেলেছে

কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচু ব্যাপক সাড়া ফেলেছে

ব্যাপক সাড়া ফেলেছে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচু। চলতি মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের হাজার হাজার গাছে লিচুর ব্যাপক ফলন হয়েছে। সুন্দর গন্ধ, সুমিষ্ট স্বাদ, টসটসে রসালো ও গাঢ় লাল রঙের মঙ্গলবাড়িয়ার লিচুর ব্যাপক চাহিদা রয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মঙ্গলবাড়িয়া গ্রাম। স্থানীয়দের ধারণা, অন্তত শত বছর আগে এখানে লিচু চাষ শুরু হয়। আর এখানকার লিচু আসলে কোন জাতের তাও কেউ জানে না। গ্রামের নাম অনুসারে নামকরণ হয়েছে ‘মঙ্গলবাড়িয়া লিচু’। এই গ্রামের অনেক চাষি লিচু বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন।

লিচু চাষি হারুন-অর-রশিদ বলেন, এবার ২০০ গাছ থেকে সাড়ে ৪ লাখ টাকার লিচু বিক্রি করেছিল প্রতি একশত লিচু ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাছের সব লিচু বিক্রি শেষ হওয়ার পর আবার গাছ পরিচর্যায় ব্যস্ত হতে হবে।

লিচু চাষি ও ব্যবসায়ী তৌহিদ মিয়া জানান, এ বছর লিচু চাষে তার ২০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন পর্যন্ত বেশ ভালো দাম পেয়েছেন। দাম ভালো পেলে শেষ পর্যন্ত ভালো অংকের টাকা লাভ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *