১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > আধাপাকা ধান নিয়ে শঙ্কায় হাওরের কৃষক

আধাপাকা ধান নিয়ে শঙ্কায় হাওরের কৃষক

আধাপাকা ধান নিয়ে শঙ্কায় হাওরের কৃষক

অনুকূল আবহাওয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন হয়েছে ভাটির হাওর অঞ্চলে। বোরো মৌসুমে চালের সবচেয়ে বড় জোগান আসে হাওরাঞ্চল থেকে। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। মাঠে এখন কেবল আধাপাকা ধান। তা নিয়েই শঙ্কায় কৃষক। কেননা মে মাসের শুরু থেকে হাওরাঞ্চলের জেলাগুলো এবং দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ পরিস্থিতিতে ৮০ শতাংশ পরিপক্ব হলেই সে ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে কৃষি বিভাগ থেকে।

কৃষি সম্প্রসারণের হিসাব অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা—হাওরাঞ্চলের এ জেলাগুলোয় চলতি বছর ৯ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে ৪ লাখ ৫৩ হাজার হেক্টর এবং অন্যান্য প্রায় ৫ লাখ ৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

সিলেট বিভাগের জেলাগুলোর প্রায় ৫৭ দশমিক ২৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এর মধ্যে হাওরে ৮১ দশমিক ৮৪ শতাংশ ও অন্যান্য জমির ২৬ দশমিক ৪০ শতাংশ ধান ঘরে তুলেছেন কৃষক। সম্ভাব্য ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের ক্ষতির প্রভাব থেকে রক্ষায় হাওরাঞ্চলে আজকের মধ্যেই ধান কাটা শেষ করার তাগিদ দেয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। কৃষককে বলা হয়েছে, জমির ধান ৮০ শতাংশ পরিপক্ব হলেই কাটা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সিলেট জেলার হাওরে ৮৩ শতাংশ ও অন্যান্য অংশের ৪০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের হাওরে ৭০ ও অন্যান্য জমির ১৫, হবিগঞ্জ হাওরে ৬৮ ও অন্যান্য ২০ এবং সুনামগঞ্জ হাওরে ৮৭ ও হাওরের বাইরের ২৯ দশমিক ৫০ শতাংশ জমির ধান কাটা হয়েছে গতকাল পর্যন্ত। বাকি ধানও কয়েক দিনের মধ্যে কাটা শেষ হবে বলে আশা প্রকাশ করছে কৃষি অধিদপ্তর।

এদিকে নেত্রকোনা জেলায় এরই মধ্যে হাওরাঞ্চলে ৮১ ও সমতলের ২১ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে জেলার প্রধান নদ-নদীগুলোয় পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের জমির ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে আবহাওয়া বিভাগের উদ্ধৃতি দিয়ে কৃষি অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব হাওরাঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনার অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এজন্য হাওর এলাকার কৃষকের জন্য আটটি পরামর্শ দিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

এতে বলা হয়েছে, বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখতে হবে। পরিপক্ব সবজি দ্রুত সংগ্রহ করতে হবে। নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে হবে, যেন ধানের জমিতে পানি জমে না থাকে। জমির আইল উঁচু করতে হবে। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখাও গুরুত্বপূর্ণ। সেচ, সার ও বালাইনাশক থেকে বিরত থাকতে হবে। বৃষ্টিপাতের পর দিতে হবে বালাইনাশক। কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল ও সবজির জন্য খুঁটির ব্যবস্থা করার পরামর্শও দিয়েছে কৃষি অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *